eaibanglai
Homeএই বাংলায়মুখ্যমন্ত্রীর নির্দেশে সিল করা হল বাংলা ঝাড়খণ্ড সীমান্ত

মুখ্যমন্ত্রীর নির্দেশে সিল করা হল বাংলা ঝাড়খণ্ড সীমান্ত

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– পশ্চিম বঙ্গের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের অধীন ডিভিসি ও ঝাড়খণ্ড সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই বন্যাকে ‘ম্যান মেড বন্যা’ বলে আখ্যা দিয়েছেন। এবং এই আবহে বৃহস্পতিবার দুপুরেই মুখ্যমন্ত্রী বাংলা ঝাড়খণ্ড সীমান্ত তিন দিনের জন্য সিল করে দেওয়ার নির্দেশ দেন। আর সেই নির্দেশের পাওয়ায় পরই তৎপরতা শুরু করে দেয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এদিন বিকেল থেকেই আসানসোলের কুলটির ডুবুরডিহি চেকপোষ্ট সিল করে দেয় পুলিশ। জাতীয় সড়কে লোহার গার্ডরেল দিয়ে ঝাড়খণ্ডের দিক থেকে আগত সমস্ত লরি আটকে দেওয়া হয়।

ঘটনা প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ( সদর) অরবিন্দ কুমার আনন্দ জানান, রাজ্য সরকারের তরফে নির্দেশ এসেছে। সেই মতো আগামী তিনদিনের জন্য বাংলা ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। দুই রাজ্যের সীমান্তে ডুবুরডিহি চেকপোস্টে ডিসিপি ( ট্রাফিক) আছেন। তিনি গোটা বিষয়টি তদারকি করছেন।

অন্যদিকে, রাজ্যের হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় আটকে পড়ে পাশের রাজ্য থেকে আসা পণ্যবাহী বিভিন্ন লরি ৷ আগাম কোনও খবর না-পাওয়ায় সমস্যায় পড়েন ভিনরাজ্য থেকে আসা পণ্যবাহী লরি চালকরা । তাদের দাবি, তিনদিন লরি নিয়ে এই সীমানা এলাকায় দাঁড়িয়ে থাকা কোনও মতেই সম্ভব নয়। অনেকে লরি নিয়ে ফিরেও যান। এদিকে এই বিষয়ে সমাধান খুঁজতে ঝাড়খণ্ড প্রশাসনের একাধিক আধিকারিক পৌঁছন ডুবুরডি চেকপোষ্টে । এই রাজ্যের পুলিশের সঙ্গে কথাও বলেন তাঁরা ৷ যদিও মধ্যরাত পর্যন্ত কোনও সমাধান সূত্র বের হয়নি ৷

প্রসঙ্গত মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে গত চারদিন ধরে অনবরত জল ছাড়ায় বাংলার বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই বন্যা পরিস্থিতির জন্য ও কবলিত এলাকার মানুষদের দুর্ভোগের জন্য কেন্দ্র ও ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments