সংবাদদাতা,আসানসোলঃ– সাইবার প্রতারণার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানা। আসানসোল দক্ষিণ থানার বরাচকে দুটি ভুয়ো কল সেন্টারেরে হদিশ মিলেছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার আসানসোল দক্ষিণ থানার বরাচক স্টেশন রোডে বাড়ি ভাড়া নিয়ে চলা ওই দুটি কল সেন্টারে অভিযান চালিয়ে এক মহিলা সহ মোট চারজনকে গ্রেফতার করে পুলিশ। প্রথম কল সেন্টার থেকে ১২ টি কম্পিউটার, ৪ টি ল্যাপটপ, ২ টি মোবাইল এবং ২টি ইন্টারনেট স্প্লিটার ও অন্য কল সেন্টার থেকে ১৩ টি কম্পিউটার, ১৩ টি হেডফোন এবং ৩ টি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানায় সাংবাদিক সম্মেলনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অরবিন্দ কুমার আনন্দ পুরো বিষয়টি জানান। তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই ভুয়ো কলসেন্টার থেকে দুবাইয়ে কল করা হত। দুবাইয়ের সেইসব কল একটি চিনা সংস্থার মাধ্যমে ইন্টারসেপ্ট করে, তা আসানসোলের এইসব অবৈধ কল সেন্টারে ট্রান্সফার করা হতো।
এদিনের বৈঠকে ডিসিপি অরবিন্দ কুমার আনন্দ ছাড়াও উপস্থিত ছিলেন এডিসিপি (ডিডি) মীর সাইদুল আলি, এসিপি (সেন্ট্রাল) বিশ্বজিৎ নস্কর, সাইবার থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মুখোপাধ্যায়।