সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- এবার ছেলেধরা গুজবকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আসানসোল শহরের জিটি রোডের সিটি বাসস্ট্যান্ডে। পুরুলিয়ার রঘুনাথপুর থেকে আসা একটি বাসে এক মহিলার সঙ্গে এক শিশুকে দেখে সন্দেহ হয় যাত্রীদের। তা নিয়ে নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মহিলাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন বাসের সহ যাত্রীরা। যদিও কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
রঘুনাথপুর থেকে আসানসোল আসা ওই বাসের এক যাত্রী লালন বাউড়ি জানান, “তিনি রঘুনাথপুর থেকেই বাসে উঠেছিলেন। কিছুক্ষণ পর এই মহিলা একটি শিশুকে নিয়ে বাসে উঠেন। মহিলার সাথে একটি শিশু থাকায় বাসের যাত্রীরা সন্দেহ করেছিলেন যে এই মহিলা শিশুটিকে অপহরণ করছে। এরপর আসানসোল বাসস্ট্যান্ডে নেমে বাসের সহযাত্রীরা মহিলার কাছে তার এবং শিশুর সম্পর্কে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। আর এতেই সন্দেহ আরও বেড়ে যায়।”
এরপর ছেলেধরা গুজবে নিমেষে ভিড় জমে যায়। শুরু হয়ে যায় হৈ-হট্টগোল। মহিলা ও শিশুটিকে আটকে রাখেন সকলে। অন্যদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং মহিলা ও শিশুটিকে থানায় নিয়ে যায়। পরে তদন্তে পুলিশ জানতে পারে ওই শিশুটি মহিলার নাতি। আসানসোলের মহিশীলা কলোনিতে শিশুটির বাড়িতে খবর দেওয়া হলে পরিবারের সদস্যরা থানায় গিয়ে শিশু ও মহিলাকে বাড়িতে নিয়ে যান।
উল্লেখ্য, ছেলেধরা গুজবকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় গণ্ডগোলের খবর সংবাদ শিরোনামে উঠে আসছে। পুলিশ প্রশাসনের তরফে লাগাতার সচেতনতা প্রচার চালানো হলেও এই গুজব রোখা যাচ্ছে না।