সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- সাধারণ মানুষ যাতে না ঠকে বা প্রতারিত না হয় সে বিষয়ে সচেতনতা বাড়াতে সোমবার কুলটি থানার বরাকর বাজার এলাকায় একসঙ্গে অভিযান চালাল একাধিক সরকারি দপ্তরের আধিকারকিরা। এদিনের অভিযানে ফুড সেফটি, কনজিউমার এফেয়ার্স, মেট্রোলোজিক্যাল দপ্তরের আধিকারিকরা ছাড়াও ছিল কুলটি থানার পুলিশ। কনজিউমার এফেয়ার্সের আধিকারিক জানান, জনগণকে সচেতন করতে ও ক্রেতাদের সাথে প্রবঞ্চনা আটকাতে ও দোকানদারদের সাবধান করতে এদিনে বাজার অভিযান।
এদির সরকারি আধিকারিকরা বাজারের একাধিক দোকানে হানা দিয়ে বিক্রয়জাত খাদ্য সামগ্রীর গুণগত পরীক্ষা করে দেখেন। বেশকিছু দোকানে মেয়াদ উর্ত্তীর্ন খাদ্য সামগ্রী পাওয়া যায়। সেই সব দোকানদারদের সাবধান করে দেওয়া হয় যাতে তারা মেয়াদ উর্ত্তীর্ন খাদ্য সামগ্রী বিক্রি বন্ধ করেন। না হলে আগামীতে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
আগামী দিনে এই ধরণের সচেতনতামূলক ও সতর্কতাকারি অভিযান আরো চলবে বলে জানান সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।