সংবাদদাতা,আসানসোলঃ– দু’বছর পার করে অবশেষে মঙ্গলবার সকালে বোলপুরের বাড়িতে ফিরলেন সকন্যা অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত ২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের এই দাপুটে নেতা। গ্রেফতারির পর প্রথম দিকে তিনি ছিলেন আসানসোল সংশোধনাগারে। পরে গরু পাচার সংক্রান্ত মামলাতেই ইডিও গ্রেফতার করে তাঁকে। সেই সময় তাঁকে আসানসোল থেকে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে। রাখা হয়েছিল তিহাড় জেলে। গত সপ্তাহেই তাঁর জামিন মঞ্জুর হয়।
এদিকে অনুব্রত মণ্ডলের বাড়ি ফেরার উদযাপন শুরু হয়ে যায় সোমবার রাত থেকেই। বীরভূমের পাশাপাশি সংলগ্ন আসানসোল শহরের তৃণমূল কর্মীরাও তৃণমূল নেতার বাড়ি ফেরা উদযাপন করে। এদিন আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বরাকর বেগুনিয়া মোড়ে আনন্দে মেতে উঠলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। ঢাক বাজিয়ে, নকুলদানা বিতরণ করে, হাতে অনুব্রত মন্ডলের ছবি নিয়ে কর্মী সমর্থকেরা আনন্দ প্রকাশ করেন।
সোমবার রাতে তিহাড় থেকে মুক্তি পান অনুব্রত মণ্ডল। মেয়ে সুকন্যাও কিছু দিন আগেই জামিন পান। তবে বীরভূমে ফেরেননি। দিল্লিতেই ছিলেন, বাবার মুক্তির অপেক্ষায়। সোমবার রাতের বিমানেই মেয়েকে সঙ্গে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন অনুব্রত। মঙ্গলবার ভোরে কলকাতায় পৌঁছন। বিমানবন্দর থেকে ভোরেই বীরভূমের উদ্দেশে রওনা দেন এবং সড়কপথে বর্ধমান হয়ে সকাল ৯টা নাগাদ বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফেরেন।