সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চলন্ত গাড়িতে আগুন লেগে ভস্মীভূত, চালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্যে প্রাণে বাঁচলেন গাড়িতে থাকা এক সন্তান সম্ভাবনা মহিলা ও তার এক আত্মীয়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে আসানসোল জেলা হাসপাতালের অদূরে রামসায়ের ময়দান সংলগ্ন এলাকায় এসবি গরাই রোডে। ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
জানা গেছে, এদিন দুপুরে বারাবনির গৌরান্ডির অলিপুর থেকে এক সন্তান সম্ভাবনা মহিলাকে নিয়ে তার পরিবারের সদস্যরা একটি চারচাকা গাড়িতে করে আসানসোল জেলা হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালের অদূরে হঠাৎই ওই গাড়িতে আগুন লেগে যায়। তা বুঝতে পেরে চালক জিতেন রুইদাস নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তৎপরতার সঙ্গে গাড়ির কাঁচ ভেঙে দরজা খুলে প্রসূতি ও তার পরিবারের সদস্যদেরকে গাড়ি থেকে বার করেন। এবং টোটোয় করে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
অন্যদিকে ততক্ষণে সেই আগুন দেখে আশপাশের লোকেরা ছুটে যান ও জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু সেই আগুন মুহুর্তের মধ্যে ভয়াবহ আকার নেয়। এলাকায় পৌঁছয় আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের পুলিশও। খবর পেয়ে আসানসোল দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ও দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও গাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে যায়।
গাড়ির চালক বলেন, “গাড়ি চলতে চলতে বুঝতে পারি যে গাড়িতে আগুন লেগেছে। তাই গাড়ি দাঁড় করিয়ে দিয়ে, সবাইকে বার করি। কারোর কিছু হয়নি।” পাশাপাশি ইঞ্জিনের কোন ত্রুটির কারণে এই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান তার। অন্যদিকে আসানসোল দমকল বাহিনীর সাব অফিসার তাপস ঘোষ বলেন, “চালক যে বুদ্ধিমত্তা দিয়ে গাড়িতে থাকা লোকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন তা প্রশংসনীয়। তৎপরতার জন্য এলাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।”