সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– পেঁয়াজ, রসুন ও টমেটোর আকাশছোঁয়া দাম। পুজোর মুখে সবজির এই চড়া দামে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। আসানসোলের মেন বাজার সহ শিল্পাঞ্চলের সব খুচরো বাজারেই পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা ও রসুন ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল বাদে অন্য সবজির দাম ৫০ থেকে ৭০ টাকা কেজি। আলু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে।
এই পরিস্থিতিতে শুক্রবার আসানসোলের জিটি রোড সংলগ্ন হোলসেল সবজি বাজারে হানা দিলেন আসানসোলের মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি হোলসেল বিক্রেতার কাছে জানতে চান, টমেটো, রসুন ও পেঁয়াজের এতো দাম কেন নেওয়া হচ্ছে? পাশাপাশি বিক্রেতার কাছ এইসব জিনিস কেনা ও বিক্রি করার চালান দেখতে চান। কিন্তু বেশ কয়েকজন তা দেখাতে পারেননি। তাদেরকে মহকুমাশাসক সতর্ক করে দেন। একজনকে দোকান বন্ধ রাখারও নির্দেশ দেন।
এদিন মহকুমাশাসক বলেন, “টমেটো ও রসুনের দামটা অনেক বেড়েছে। সেই জন্য আমরা হোলসেল বাজারে অভিযানে এসেছি। কারণ এখান থেকেই খুচরো বাজারে সবজি যায়। আমরা বিক্রেতাদের সতর্ক করেছি। বলেছি দাম ঠিক রাখতে। ইচ্ছাকৃতভাবে দাম বাড়ানো যাবে না। পেঁয়াজের দাম আরো কিছুটা কম হলে, সাধারণ মানুষেরা স্বস্তি পাবেন। প্রশাসন তার চেষ্টা করছে।”
এদিনের অভিযানে মহকুমা শাসকের সঙ্গে ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি, এগ্রি মার্কেটিং সহ অন্য সরকারি দপ্তরের আধিকারিকরা।