eaibanglai
Homeএই বাংলায়অভয়ার স্মরণে একদিনের ফুটবল প্রতিযোগিতা

অভয়ার স্মরণে একদিনের ফুটবল প্রতিযোগিতা

সন্তোষ কুমার মণ্ডলঃ– আর জি করে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব সারা বাংলা তথা দেশ। প্রতিবাদের আগুন জ্বলছেই। উৎসবের সূচনা লগ্নেও প্রতিবাদের আগুন নিভছে না। এরই মধ্যে আরজি করের ডাঃ অভয়ার স্মরণে আসানসোলে হয়ে গেল একদিনের ফুটবল প্রতিযোগিতা। আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সহযোগিতায় ও আসানসোল দোসরে’র উদ্যোগে মহালয়ার বিকেলে আসানসোলের ডাঙ্গা মহিশীলায় বি আর আম্বেদকর ফুটবল ময়দানে এই ফুটবল ম্যচটি অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি এদিন ছিল জাতির জনক মহাত্মা গান্ধী ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মজয়ন্তী, তাঁদেরকেও শ্রদ্ধা জানানো হয়েছে।

এই প্রসঙ্গে ‘আসানসোল দোসরে’র সভাপতি তথা প্রতিষ্ঠাতা ডাঃ অশোক রায় জানান, ডাঃ অভয়ার স্মরণে এই প্রতিযোগিতা। পাশাপাশি তিনি জানান আম্বেদকর ফুটবল ময়দানটি খেলাধুলার উপযুক্ত হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছেন বিধায়ক। এই ময়দানে গোলপোস্ট বসানো হয়েছে। এদিন এই প্রতিযোগীতার মধ্যে দিয়ে সেই গোলপোস্টেরও উদ্বোধন হলো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments