সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– মহালয়ার দিন বার্নপুরে পুকুরের জলে ডুবে এক কিশোরের মৃত্য়ুর ঘটনায় তার দুই নাবালক বন্ধুকে আটক করল পুলিশ। ধৃতদের মধ্যে একজনের বয়স ১৫ অন্যজনের ১৬ বছর। তাদেরকে জেরা করে ঘটনা সম্পর্কে আসল তথ্য জানার চেষ্টা করছে হীরাপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল জেলা হাসপাতালের এমারজেন্সি বিভাগে দুই নাবালকের মেডিকেল পরীক্ষা করা হয়।
প্রসঙ্গত দিন কয়েক আগে বার্নপুরের পুরুষোত্তমপুরে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল বার্নপুরের বিদ্যানন্দপুরের বাসিন্দা বছর ষোলোর শুভম সেনগুপ্ত। মহালয়ার দিন তার বাড়ি ফেরার কথা থাকলেও সেদিন সে বাড়ি ফেরেনি। এদিন বিকেলে স্থানীয় কয়েকজন বন্ধুর সঙ্গে এলাকারই একটি পুকুরে মাছ ধরতে যায় সে এবং জলে তলিয়ে যায়। তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই বৃহস্পতিবার মৃত কিশোরের বাবা হীরাপুর থানায় অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন পুকুরের পাড়ে দাঁড়িয়ে মাছ ধরার সময় শুভমের দুই বন্ধু তাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয়। শুভম সাঁতার জানতো না, ফলে সে তলিয়ে যায় এবং মৃত্যু হয়।
এই প্রসঙ্গে এদিন পুলিশের এক আধিকারিক জানান, মৃত কিশোরের বাবা দুই নাবালকের নামে লিখিত অভিযোগ করেছেন। তার ভিত্তিতে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।