সংবাদদাতা,আসানসোলঃ- স্কুটি নিয়ে ১২ চাকা ট্রাকের তলায় চাপা পড়লেন দম্পতি। দুর্ঘটনাটি ঘটে আসানসোলের কুলটি থানার অন্তর্গত চিত্তরঞ্জন রোডের চৌরাঙ্গি ফাঁড়ি সংলগ্ন রোডের ওপর। জানা গেছে ওই দম্পতি ঝাড়খণ্ডের মিহিজাম এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান চিত্তরঞ্জনের দিক থেকে একটি মাল বোঝাই ১২চাকা ট্রাক আসছিল। ওই একই দিক থেকে আগত একটি স্কুটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওই ১২চাকা ট্রাকের নিচে ঢুকে যায়। দুর্ঘটনায় গুরুতর জখম হন স্কুটি চালক রাকেশ পাশওয়ান। চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ পৌঁছে দ্রুততার সঙ্গে ওই ব্যক্তিকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। একই সাথে স্কুটির আরেক আরোহী সঞ্জনাদেবী অল্প বিস্তর জখম হলেও তাকেও চিকিৎসার জন্যে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি ওই ট্রাক সহ ট্রাকের চালককে আটক করে নিয়ে যায় পুলিশ।




