সংবাদদাতা,আসানসোলঃ– নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন। আহত আরও দুই। রবিবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটে আসানসোল দক্ষিণ থানার উষাগ্রামে। মৃত ব্যক্তির নাম ভানু প্রতাপ সিং, বয়স ২৮ বছর।
জানা গেছে এদিন আসানসোল থেকে একটি চারচাকা গাড়িতে কলকাতার মেটিয়াবুরুজে যাচ্ছিলেন ভানু প্রতাপ সিং ও তার দুই সঙ্গী তাপস মন্ডল ও নবাব আলি। পথে উষাগ্রামে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানান একটি সাফারি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের ডিভাইডারে ধাক্কা মেরে পাশের লেনে চলে যায় ও একটি দোকানে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের মদতে গাড়ির মধ্যে থাকা তিন যাত্রীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে ভানু প্রতাপ সিংকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। আহত দুজনকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে ভানু প্রতাপ সিং আগে আসানসোলের মহিশীলা কলোনীতে থাকতেন ও স্থানীয় একটি কাপড়ের দোকানে কাজ করতেন। বাবা মা মারা যাবার পর তিনি কলকাতায় চলে যান। একবছর আগে বিয়েও করেন। কলকাতার মেটিয়াবরুজে শ্বশুরবাড়িতেই থাকতেন। বর্তমানে তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা।