সংবাদদাতা,আসানসোলঃ- বালি গাড়ির ধাক্কায় দুই যুবকের মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোলে। জানা গেছে মৃত দুই যুবক তৃণমূল কর্মী ও আসানসোল পৌরনিগমের ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল। মৃত দুই যুবক বার্ণপুরের নব ঘন্টির বাসিন্দা বিদেশ দেওঘরিয়া (২৮) ও পূর্ণিয়া তালাও এর বাসিন্দা বিট্টু সিং (২৭)। মঙ্গলবার গভীর রাতে আসানসোলের হিরাপুর থানার বার্নপুর রোডে চিত্রা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। সিসিটিভিতে ধরা পড়েছে দুর্ঘটনার মুহুর্ত। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে একটি বালি বোঝাই ডাম্পার দ্রুত গতিতে দুই যুবককে ধাক্কা মেরে চলে যাচ্ছে। দুর্ঘটনার পর পুলিশ দুই যুবককে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।
অন্যদিকে ওই দুর্ঘটনার প্রতিবাদে ও অনিয়ন্ত্রিতভাবে ওভারলোডের বালি গাড়ি চলছে এই অভিযোগ তুলে স্থানীয় তৃণমূল নেতা তথা কাউন্সিলর অশোক রুদ্রের নেতৃত্বে বুধবার হিরাপুর থানা ঘেরাও বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন অশোকবাবু দাবি করেন দীর্ঘদিন ধরে প্রশাসনকে বালি গাড়ি বন্ধ করার জন্য অনুরোধ করা হলেও কোনও কাজ হয়নি। ফলে অনিয়ন্ত্রিতভাবে ওভারলোডে বালি গাড়ি চলছে এবং বারবার দুর্ঘটনা ঘটছে এলাকায়। পাশাপাশি কাদের মদতে এই বালিগাড়ি অনিয়ন্ত্রিতভাবে এবং অবৈধভাবে চলছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ওই বালি গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করার পাশাপাশি অবিলম্বে সিসিটিভি ফুটেজ দেখে বালি গাড়িটি চিহ্নিত করে দুই মৃতের পরিবারের ক্ষতিপূরণেরও দাবি করেছেন তিনি। এদিনের বিক্ষোভ ঘিরে ক্রমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হিরাপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।