সংবাদদাতা,আসানসোলঃ- সোমবার সকালে আসানসোলে বোপরোয়া বালি গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মৃত ব্যাক্তির নাম গরিবান ধারী(৫৫)। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরায়। দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
জানা গেছে এদিন সকালে ডামরার ঘুসিকধারী পাড়ার বাসিন্দা গরিবান ধারী সাইকেল নিয়ে যাচ্ছিলেন, সেই সময় অতিরিক্ত বালি বোঝাই বেপরোয়া একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ভাঙ্গচুর করা হয় বেশ কয়েকটি গাড়িতে। উল্লেখ্য, কয়েকদিন আগেই বার্নপুরে বালি বোঝাই গাড়ির ধাক্কায় দুই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। এরপরই অবৈধ বালি গাড়ি চলাচল নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। একই সাথে কালীপাহাড়ী এবং ডামরা এলাকাতেও ওভারলোডেড বালি গাড়ি চলাচল নিয়ে কয়েকদিন ধরেই আন্দোলন চলছে। অভিযোগ বেআইনীভাবে অতিরিক্ত বালি তোলা হচ্ছে লরিগুলিতে। যার ফলে একদিকে যেমন রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি নিত্যদিন দুর্ঘটনা ঘটছে।
অন্যদিকে এদিনের এই মর্মান্তিক দুর্ঘটনার নিয়ে সরব হন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। বিষয়টি নিয়ে টুইটে তিনি লেখেন, বালি মাফিয়াদের কারণে আজ আরেকটি জীবন চলে গেলো।