সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলের জামুড়িয়ায় শনিবার সকালে পাথর গাড়ি চাপা পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃত ব্যক্তির নাম ধর্মেন্দ্র রাম, বয়স ৪০।
জানা গেছে জামুরিয়ার শ্রীপুরের নিঘার বাসিন্দা ধর্মেন্দ্র রাম একজন ক্যারাটে শিক্ষক ছিলেন। প্রতিদিন সকালে রীনিগঞ্জে ক্যারাটে প্রশিক্ষন দিতে যেতেন তিনি। প্রতিদিনের মতো এদিন সকালেও বাইক নিয়ে রানীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। পথে শ্রীপুর ফাঁড়ির বোগড়া মোড় এলাকায় দুই নম্বর জাতীয় সড়কে হঠাৎই একটি পাথর বোঝায় ১৪ চাকা গাড়ি বিকল হয়ে জাতীয় সড়কের উপর আছড়ে পড়ে। সেই সময় ওই পাথর গাড়ির পাশ দিয়েই যাচ্ছিলেন ধর্মেন্দ্র রাম। তিনি বাইক নিয়ে ওই পাথর বোঝাই গাড়ির নীচে চাপা পড়ে যান। পরে পুলিশ গিয়ে উদ্ধার কাজ চালায় এবং পাথর গাড়ির নীচ থেকে ধর্মেন্দ্র রামের নিথর দেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান এদিন ভোরে বিকট আওয়াজে তাদের ঘুম ভেঙে যায়। এরপরই তারা দেখেন জাতীয় সড়কের উপর ভেঙে পড়ে রয়েছে একটি পাথর বোঝাই লরি এবং তার নীচে চাপা পড়ে রয়েছেন বাইক সহ এক ব্যক্তি। অন্যদিকে দুর্ঘটনার পরই এলাকা ছেড়ে চম্পট দেয় পাথর গাড়ির চালক ও খালাসী।