সংবাদদাতা,আসানসোলঃ- মেলায় ‘মওত কা কুয়া’র খেলা দেখানোর সময় ঘটে গেল দুর্ঘটনা। দুর্ঘটনার শিকার হয়ে মাথায় গুরুতর চোট পান ‘মওত কা কুয়া’ খেলা দেখানো বাইক আরোহী। পাশাপাশি মোটর বাইক ছিটকে দর্শকাসনে গিয়ে পড়ায় আহত হন দুই শিশু ও মহিলা সহ ৯ জন। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাতে আসানসোলের সালানপুর ব্লকের অন্যতম বড় মেলা মুক্তাইচন্ডী মেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাতে ‘মওত কা কুয়া’র শো চলাকালীন কুয়োর ভিতরে বাইক চালাচ্ছিলেন কয়েকজন। তাদের মধ্যে একজন হাত ছেড়ে বাইক চালাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ তিনি কুয়োর মধ্যে পড়ে যান ও মাথায় চোট পান। অন্যদিকে তখন কুয়োর মধ্যে কিছুক্ষণ নিয়ন্ত্রণহীনভাবে চলতে থাকে বাইকটি এবং ছিটকে দর্শকাসনের মধ্যে গিয়ে পড়ে। এর ফলে এক মহিলা ও দুই শিশু সহ মোট নয়জন আহত হয় । দুর্ঘটনার পরই দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। মেলা ছেড়ে পালাতে থাকে মানুষ জন। যদিও পুলিশ ও মেলার উদ্যোক্তরা তড়িঘড়ি ব্যবস্থা নেন। দ্রুত আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাইক আরোহী সহ তিনজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
অন্যদিকে ওই দুর্ঘটনার পরই মেলায় নাগরদোলা সহ অন্যান্য সব জয় রাইড বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ‘মওত কা কুয়া’ খেলার দুই আয়োজককে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় সালানপুর থানায় অভিযোগও দায়ের করা হয়। দুর্ঘটনার মুহুর্ত কেয়কজন মোবাইল ক্যামেরায় বন্দি করে। তাতে দেখা যাচ্ছে খেলা দেখানোর সময় বাইক আরোহীদের মাথায় হেলমেট সহ অন্য কোনও সেফটি গার্ড ছিল না।