সংবাদদাতা,আসানসোলঃ– এক আদিবাসী মোড়লকে গ্রেফতারের দাবিতে থানা ঘোরাও করে তুমুল বিক্ষোভে সামিল হল আদিবাসী সমাজের মানুষজন। ঘটনা আসানসোলের জামুড়িয়া থানা এলাকার।
জানা গেছে জামুড়িয়ার শিবপুরের বাসিন্দা বাদল মুর্মু নামে এক সার্ভেয়ারকে এলাকার মোড়ল সোম মুর্মু লোকজন নিয়ে ব্যাপক মারধর করে। যার জেরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাদল মুর্মু। এদিকে বাদল মুর্মুর ছেলে জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করলেও প্রায় এক সপ্তাহ কেটে গেলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
বিক্ষোভকারীরা জানান গত একুশে ডিসেম্বর বাদল মুর্মু লোকজন নিয়ে মিটিং করছিলেন। সেইসময় এলাকার মোড়ল নোকজন নিয়ে তার উপর চড়াও হয় ও মারধর করে। এমনকি মোড়ল তার ক্ষমতা বলে বাদল মুর্মু ও তার পরিবারকে বাড়ি ছাড়া করে। এরপর বাদল মুর্মুর ছেলে শ্যাম মুর্মু জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু প্রায় সাত দিন কেটে গেলেও পুলিশ অভিযুক্ত মোড়লের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এরপরই ক্ষুব্ধ আদিবাসী সমাজের মানুষজন জামুড়িয়া থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশ থানার ভেতরে বিক্ষোভকারীদের ঢুকতে বাধা দিলে থানার গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। ঘটনাকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে থানা চত্বরে।