সংবাদদাতা,আসানসোলঃ– গ্রাহকদের কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল আসানসোলের জামুড়িয়া থানার অন্তর্গত নন্ডী গ্রামের নন্ডী উপডাকঘরে এক পোস্টমাস্টারের বিরুদ্ধে। অভিযোগ লিঙ্ক বা সার্ভার নেই এই অজুহাতে গ্রাহকের টাকা তোলার স্লিপ হাতিয়ে নিয়ে টাকা তুলে নেন পোস্টমাস্টার রূপেন হাঁসদা। ঘটনার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মঙ্গলবার ডাকঘরের সামনে প্রতিবাদ দেখান গ্রাহকরা। অন্যদিকে অভিযুক্ত পোস্টমাস্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওই ডাকঘর কর্তৃপক্ষ।
ওই পোস্ট অফিসের গ্রাহক পুনো রুইদাস, তপন চট্টোপাধ্যায়, কুরান গড়াই, কল্যাণী চন্দ্ররা জানান, তারা নভেম্বরের প্রথম দিকে ডাকঘরে টাকা তুলতে গিয়েছিলেন। টাকা তোলার আবেদনপত্রও পূরণ করেছিলেন। কিন্তু সেই সময় ওই পোস্ট অফিসের কর্ত্যবরত পোস্টমাস্টার রূপেন হাঁসদা তাদের জানান সার্ভর বা লিঙ্ক না থাকায় টাকা তোলা সম্ভব হচ্ছে না এবং টাকা তোলার স্লিপ নিজের কাছে রেখে দিয়ে জানান টাকা তোলা সম্ভব হলে তাদের জানিয়ে দেওয়া হবে। এরই মধ্যে গত ১৩ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ওই গ্রাহরদের ফোনে ম্যাসেজ যায় তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। বিষয়টি জানতে পেরে ওই গ্রাহকরা সঙ্গে সঙ্গে পোস্ট অফিসে ছুটে গেলেও পুজোর ছুটি থাকায় পোস্ট অফিস বন্ধ ছিল। অবশেষে মঙ্গলবার পোস্ট অফিস খুললে প্রতারিত গ্রাহকরা পোস্ট অফিসে যোগাযোগ করলে জানতে পারেন ওই অভিযুক্ত পোস্ট মাস্টার রূপেন হাঁসদা অন্যত্র ট্রান্সফার হয়ে গেছেন। বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন প্রতারিত গ্রাহকরা ও বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের সঙ্গে যোগ দেন অন্যান্য গ্রাহকরাও।
অন্যদিকে ওই পোস্ট অফিসের বর্তমান কর্তব্যরত পোস্ট মাস্টার তপন মণ্ডল জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশের নজরে আনা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। এর পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়।