সংবাদদাতা,আসানসোলঃ– একদিকে যখন রাজ্য প্রশাসন ও ডিভিসি কর্তৃপক্ষ ডাক দিয়ে চলেছে মাইথন পর্যটন কেন্দ্রেকে গ্রিন মাইথন ক্লিন মাইথন হিসেবে গড়ে তোলার। ঠিক তখনই মাইথনে জমি মাফিয়ারা একের পর এক গাছ কেটে চলেছে। এমনি দৃশ্য ধরা পড়েছে কল্যানেশ্বরী ফাঁড়ির তত্বাবধানে গড়ে উঠা সালানপুর থানার পুলিশ বাগানের একদম পাশেই জয়দেব গরাই নামক ব্যাক্তির হদলা মৌজার ১০৩ দাগের জমিতে। প্রায় ৫৬ডিসমিল জমির উপর কয়েক মাস আগে একাধিক বড় বড় গাছ বিনা অনুমতিতে কেটে ফেলা হয়। সেইসময় বনদপ্তর খবর পেয়ে কেটে ফেলা গাছগুলি বাজেয়াপ্ত করে। এরইমধ্যে রবিবার ফের ওই জমিতে জেসিবি দিয়ে কাটা গাছ গুলির শিকড় উপড়ে ফেলার কাজ করতে দেখা যায়। এবং বাউন্ডারি তোলার নামে গর্ত করে বহু গাছে শিকর নষ্ট করতেও দেখা যায়। স্থানীয়রা বিষটি কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহাকে জানালে তিনি এক পুলিশ আধিকারিকে পাঠান। তবে তিনি সব দেখশুনে চুপচাপ চলে যান।
এরপরই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। তাদের প্রশ্ন তবে কি গাছ কাটা হলে বা চুরি হলে পুলিশ কিছু করতে পারবে না? পুলিশকে কি বনদপ্তরের পদক্ষেপের অপেক্ষা করতে হবে? যদিও এদিন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান বন দপ্তরের এক কর্মী রিন্টু কাহার। তিনি জানান আগে যেই গাছগুলি কাঁটা হয়েছে সেই গাছ গুলির শিকড় তোলার অনুমতি পরে দেওয়া হয়েছে। তবে বাউন্ডারি নামে যে গর্ত করা হচ্ছে,তাতে যে সমস্ত গাছগুলির শিকড় নষ্ট হচ্ছে তার কোনো অনুমতি নেই। তবে জমির মালিকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে অনুমতি ছাড়া গাছ বা গাছের কোনো শিকড় কাটা যাবে না।
তবে এদিন যে গাছ গুলির শিকড় কাটা হয়ে গেলো সেই গাছগুলি কি আদৌ জীবিত থাকবে, না কিছু দিন পর শুকিয়ে নষ্ট হয়ে পড়বে? সেই গাছ গুলির দায়িত্ব কে নেবে? প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। যদিও এর কোনো সদুত্তর পাওয়া যায়নি।