eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ তুললেন খোদ তৃণমূল নেতা

তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ তুললেন খোদ তৃণমূল নেতা

সংবাদদাতা,আসানসোলঃ- তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনিভাবে জায়গা দখলের অভিযোগ তুললেন খোদ তৃণমূলেরই নেতা। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় ব্যাপক উত্তেজনা ছড়ায় আসানসোলের কুলটি থানার সাঁকতোরিয়া বাজার এলাকায়। অন্যদিকে ঘটনাকে কেন্দ্রে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রকাশ্যে চলে এসেছে শাসক দলের গোষ্ঠী কোন্দলের বিষয়টিও।

অভিযোগ আসানসোল পৌরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জন মন্ডল বেআইনিভাবে সাঁকতোরিয়া বাজারের একটি জায়গা বেআইনিভাবে দখল করে রাতারাতি পাঁচিল তোলার কাজ শুরু করেন। বিষয়টি সামনে আসতেই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন ও ওই নির্মীয়মান পাঁচিল ভেঙে দেয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে কুলটি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে এই বির্তক অন্য মাত্রা পায় এলাকার তৃণমূল নেতা চন্দন আচার্য তৃণমূল কাউন্সরের বিরুদ্ধে বেআইনিভাবে জমি জবরদখলের অভিযোগ করায়।

যদিও অভিযুক্ত কাউন্সিলর অঞ্জন মন্ডল তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি দাবি করেছেন ওই জমি তার দাদার এবং জমির দলিলও রয়েছে। কিছু জমি মাফিয়ার ইন্ধনে স্থানীয়রা ওই জামির পাঁচিল ভেঙেছে বলেও দাবি তাঁর।

এদিকে এক তৃণমূল নেতা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেই বেআইনিভাবে জমি দখল করার অভিযোগ তোলায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ আচার্য বলেন, এলাকার তৃণমূল কাউন্সিলর জমি দখল করছে এই অভিযোগ খোদ তৃণমূলের আরেক নেতাই তুলেছেন। এতে বোঝাই যাচ্ছে তৃণমূল নেতাদের পরিস্থিতি। সব জায়গাতেই তারা দুর্নীতিতে লিপ্ত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments