সংবাদদাতা, আসানসোলঃ- এদিন গরুপাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি গ্রেফতার হতেই আসানসোলে নকুলদানা ও গুড় বাতাসা বিতরণ করলেন এলাকার বিধায়ক অগ্নিমিত্রা পল। পথ চলতি মানুষের মধ্যে নিজে নকুলদানা ও গুড় বাতাসা বিতরণ করেন বিধায়ক। সঙ্গে চলতে থাকে চড়াম চড়াম ঢাক। এমনকি বিধায়ক নিজেই ঢাকের কাঠি হাতে তুলে নেন। অগ্নিমিত্রা এদিন বলেন আজ আনন্দের দিন, আজকে খুশির দিন। গরু চোরকে সিবিআই ধরেছে। মিষ্টি মুখ করুন।
প্রসঙ্গত গত বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ্যে বুথে বুথে গুড়-বাতাসার দাওয়াইয়ের কথা ঘোষণা করেছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। আর এই গুড় বাতাসা নিয়ে তার ব্যাখ্যা ছিল, গুড়ের-বাতাসার রং হল একটু কালচে লাল। কালচে লাল কীসের রং জানেন? প্রশ্নের উত্তরে সংবাদ মাধ্যমের এক প্রতিনিধি জানিয়েছিলেন শুকিয়ে যাওয়া রক্তের। হেসে অনুব্রত মণ্ডল জবাব দিয়েছিলেন আপনি বুঝে নিলেন। আমি কিন্তু কিছু বলিনি। ওই মন্তব্যের পরই অনুব্রত মণ্ডলের গ্রেফতারের দাবিতে কমিশনের দ্বারস্থ হন বিরোধীরা। পাশাপাশি পঞ্চায়েত ভোটের আগে চরাম চরাম ঢাক বাজানারো কথাও বলেছিলেন তৃণমূল নেতা।
এদিন সকাল ১১টা নাগাদ বোলপুরের নিজের বাড়ি থেকেই গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। এদিন সকালে প্রথমে তার বাড়ি ঘিরে ফেলেন সিআরপিএফ জওয়ানরা । পরে বাড়িতে ঢোকেন সিবিআই-এর আধিকারিকরা। জানা গেছে নিজের বাড়ির ঠাকুর থেকে তৃণমূলের এই হেভিওয়েট নেতাকে গ্রেফতার করে সিবিআই।