সংবাদদাতা,আসানসোলঃ– গতকালই বিচারকের কাছে অসুস্থতার কথা জানিয়েছিলেন গরু পাচার মামলায় আসানসোল সংশোধনাগারে বন্দি তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। জবাবে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার কথা জানিয়েছিলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। সংশোধনাগার কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় চিকিৎাস করানোর নির্দেশ দেন তিনি। সেইমতো শনিবার সকালেই চিকিৎসকার জন্য সংশোধনাগার থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয় জেলা হাসাপাতালে। সেখানে চিকিৎসকদের বিশেষ টিম তৃণমূল নেতার শারীরিক পরীক্ষা করেন।
তৃণমূলের নেতার শারীরিক পরীক্ষার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস জানান, এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের কোন শারীরিক সমস্যা নেই। শরীরে অক্সিজেনের মাত্রা মোটামুটি ঠিকঠাক আছে। পালস রেট ৮২ এবং রক্তচাপ ১০৬/৮০। তবে ৪ কিলোগ্রাম ওজন বেড়ে গেছে তাঁর। পাশাপাশি তাঁর ফিসচুলার সমস্যা বর্তমানে ঠিক রয়েছে। তাছাড়া সুগার,প্রেসার সবই নিয়ন্ত্রণে রয়েছে। আগের যেসব ওষুধ চলছিল সেই গুলিই নিয়মিত চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আপাতত হাসপাতালে ভর্তি করানোর মতো শারীরিক পরিস্থিতি হয়নি রোগীর।
অন্যদিকে দিল্লি যাওয়া আটকাতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। শনিবার সেই মামলার শুনানি রয়েছে। তার আগেই তাঁর শারীরিক পরীক্ষার ব্যবস্থা করে সংশোধনাগার কর্তৃপক্ষ।