eaibanglai
Homeএই বাংলায়'নিশ্চয়ই ছাড়া পাব' কলকাতা যাওয়ার পথে বলে গেলেন অনুব্রত

‘নিশ্চয়ই ছাড়া পাব’ কলকাতা যাওয়ার পথে বলে গেলেন অনুব্রত

সংবাদদাতা,আসানসোলঃ- আজ বিধাননগর এমপি-এমএলএ আদালতে মঙ্গলকোট মামলার শুনানি। তাই আদালতে হাজিরা দিতে সকাল সকাল আসানসোল সংশোধনাগার থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয় গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। এদিন ভোর ৬টা ৪৫ নাগাদ কড়া নিরাপত্তার ঘেরাটোপে আসানসোল জেলা সংশোধনাগার থেকে বের করে একটি বাতানুকূল গাড়িতে তোলা হয় তৃণমূলের হেভিওয়েট নেতাকে। নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে তাই পুলিশ গাড়ি স্কোয়াড করে তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। নিরাপত্তার দায়িত্বে রয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

প্রসঙ্গত বাম আমলে ভোট পরবর্তী হিংসা মামলায় এই নিয়ে দ্বিতীয় বারের জন্য অনুব্রত মন্ডলকে বিধাননগর কোর্টে নিয়ে যাওয়া হল। ২০১০ সালে ভোটের আগে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় আজ বিধাননগরে বিশেষ এমপি-এমএলএ আদালত অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ দিয়েছে। হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। গত ২৫ আগস্ট বিধাননগর আদালতে অনুব্রতর প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়। এরপর ১ সেপ্টেম্বর আদালতে হাজিরা দেয় অনুব্রত সহ মোট ১৪ জন অভিযুক্ত। তথ্য, প্রমাণ যাচাইয়ের পর আজ ফের শুনানির দিন ধার্য করেন বিচারপতি।

অন্যদিকে এদিন আসানসোল সংশোধনাগার থেকে বেরনোর সময় বেশ ঝরঝরে দেখায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। সংশোধনাগারের বাইরে অপেক্ষারত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত জানান জেলে তো কেউ সারাজীবন থাকে না। ছাড়া পায়। নিশ্চয়ই ছাড়া পাব, ছাড়া পেলে যাব। এ আর বলার কী আছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments