সংবাদদাতা,আসানসোলঃ– গরু পাচার কাণ্ডে ধৃত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে পুনরায় জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত। এদিন আদালতে অনুব্রত মণ্ডলের শারীরিক পরিস্থিতির কথা তুলে ধরে জামিনের আবেদন করেন তার আইনজীবী। অন্যদিকে অনুব্রতের জামিনের বিরোধিতা করে সিবিআই আবারও প্রভাবশালী-তত্ত্ব আনে। সিবিআই-এর দাবি, অনুব্রত এতটাই প্রভাবশালী যে বাইরে বেরোলে বিভিন্ন ভাবে তদন্তের সমস্যা সৃষ্টি করতে পারেন। দুই পক্ষের সওয়াল-জবাবের পর জামিনের আবেদন খারিজ করে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সেই অনুসারে ৫ অক্টোবর অনুব্রত মণ্ডলের পরবর্তী শুনানি। তবে আদালত সূত্রে খবর পুজোর ছুটি থাকার কারণে ওই সময় আদালত বন্ধ থাকবে। তাই মামলার পরবর্তী শুনানি আদালত খোলার পরই করতে হবে। সেক্ষেত্রে শুনানি হবে আগামী ২৯ অক্টোবর। তাই আপাতত ৩৯ দিন আসানসোল সংশোধনাগারেই কাটাতে হবে তৃণমূলের এই হেভিওয়েট নেতাকে।