সংবাদদাতা, আসানসোলঃ- পাচারের আগে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হল বাংলা ঝাড়খণ্ড সীমান্তে, আসানসোলের রূপনারায়াণপুরে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বাংলা ঝাড়খণ্ড সীমান্তের রূপনারায়াণপুর বিহার রোডে অভিযান চালায় এটিএফ এবং সেখান থেকে বিপুল আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম রঞ্জিত শর্মা ওরফে ছোটু ও বলরাম রাবানি ওরফে প্রাসাদ। ধৃতদের এক জনের বাড়ি পশ্চিম বর্ধমানের সালানপুরের ভোজপুর এবং অন্য জনের বাড়ি বিহারের বসরায়। তাদের কাছ থেকে উদ্ধার হয় দু’টি নাইন এমএম এবং দু’টি সেভেন এমএম পিস্তল,দু’টি কার্বাইন, ১২টি দেশি পিস্তল এবং ৪০টি কার্তুজ।
পুলিশ জানতে পেরেছে বিহারের ভাগলপুর ও মুঙ্গের থেকে ওই আগ্নেয়অস্ত্র গুলি আনা হচ্ছিল। তবে পাচারের জন্য অস্ত্রগুলি কোথায় নিয়ে যাওয়া যাচ্ছিল তা এখনো জানা যায়নি। এদিন দুজনকে গ্রেফতার করে সালানপুর থানায় নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্তে গতি আনতে চাইছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। ধৃতদের সোমবার আসানসোল জেলা আদালতে তোলা হয়।