সন্তোষ মণ্ডল, আসানসোলঃ– পুরনো একটি রাজনৈতিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় শুক্রবার সকালে আসানসোল জেলা আদালতে হাজির হয়ে জামিন নিলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।
এই প্রসঙ্গে জিতেন্দ্র তেওয়ারি এদিন বলেন, “পুরনো একটি রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে আমার নামে একটা মামলা হয়েছিলো। সেই মামলা বারাসতের এমপি এমএলএ কোর্টে চলছিল। পরবর্তী কালে তা আসানসোল আদালতে আসে। সেই মামলায় অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছিলো। কিন্তু অন্য একটি মামলায় নিষেধাজ্ঞা থাকায় আমি ৬ মাস আসানসোলে ঢুকতে পারিনি। সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কারণে এদিন আমি পুরনো মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিন নিলাম।”
প্রসঙ্গতঃ, ২০২২ সালের ডিসেম্বরে আসানসোলের রেলপারের রামকৃষ্ণ ডাঙ্গালে কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। তাতে তিনজনের মৃত্যু হয়। সেই ঘটনায় আসানসোল উত্তর থানার পুলিশ একটি মামলা করেছিলো। তাতে অন্যদের সঙ্গে নাম ছিলো জিতেন্দ্র তেওয়ারির এবং পরে তাকে দিল্লির নয়ডার যমুনা এক্সপ্রেস ওয়ে থেকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ। বেশ কিছু দিন জেলে থাকার পরে কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে তাকে জামিন দেয়। সেই শর্তে ছিলো জিতেন্দ্র তিওয়ারি আসানসোলে ঢুকতে পারবেন না। সম্প্রতি হাইকোর্ট সেই শর্ত তুলে নেয়।