সংবাদদাতা,আসানসোলঃ- ফের আসানসোল শিল্পাঞ্চলে মিনিবাস-অটো ঝামেলা। যার জেরে বন্ধ হয়ে যায় মিনিবাস পরিষেবা। বিপাকে পড়তে হয় সাধারণ যাত্রীদের।
এদিন এক মিনিবাস কর্মীকে মারধর করার অভিযোগ উঠে এক অটো চালকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে আসানসোল সিটি বাস স্ট্যান্ডের সমস্ত মিনিবাস কর্মীরা বাস পরিষেবা বন্ধ করে দেয়। এদিকে আচমকা মিনিবাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও তৃণমূলের শ্রমিক সংগঠনের স্থানীয় নেতৃত্বরা। মিনিবাস কর্মীদের দাবি অবিলম্বে ওই অটো চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি আসানসোল সিটি বাস স্ট্যান্ডের সামনে যত্রতত্র অটো রাখা ও যাত্রী তোলা বন্ধ করতে হবে।
প্রসঙ্গত আসানসোল শিল্পাঞ্চলে মিনিবাস-অটো ঝামেলা নতুন নয়। দুপক্ষের মধ্যে যাত্রী তোলা নিয়ে ঝামেলা লেগেই থাকে। আর যার জন্য দুর্ভোগে পড়তে হয় সাধারণ যাত্রীদের। কবে এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে তার আশায় শহরের সাধারণ যাত্রীরা।