নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ দলীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে চোরাই কয়লা সহ একটি ট্রাক আটকালেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ঘটনা আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কালিপাহাড়ির কাছে চেলোদ এলাকার। জানা গেছে, মন্ত্রী বাবুল সুপ্রিয় জঙ্গলের রাস্তা ধরে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় কয়লা বোঝাই লরিটিকে দেখতে পেয়ে লরিটি থামানো করান। সাংসদ ও নিরাপত্তারক্ষীদের দেখে চোরা কারবারীরা পালিয়ে গেলেও গাড়িটি আটক করা হয়। বাবুল সুপ্রিয় গাড়ি থেকে নেমে কয়লা বোঝাই গাড়ির চাবি খুলে নেন। এরপর তিনি অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ফেরার পথে দেখেন ঘটনাস্থল থেকে গাড়িটি উধাও। দিনের পর দিন এভাবে কয়লা পাচারের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বাবুল সুপ্রিয়। তার অভিযোগ কালিপাহাড়ির জঙ্গলের ভেতরে বেআইনি কয়লার ডিপো রয়েছে, অথচ পুলিশ জেনেশুনেও নিশ্চুপ।