সংবাদদাতা,আসানসোলঃ- বৃহস্পতিবারও আসানসোল কম্বলকাণ্ডে অভিযুক্ত বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে জেরা না করেই ফিরতে হল পুলিশকে। গত পরশুও তাঁকে জেরা করার কথা থাকলেও চৈতালিদেবীর ফ্ল্যাটে তালা বন্ধ থাকায় ফিরে যেতে হয়েছিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী দলকে। তবে ওই দিনই দ্বিতীয়বার জেরা করা কথা জানিয়ে ২২ তারিখ বাড়িতে থাকার নির্দেশ দিয়ে আরও একটি নোটিশ বাড়ির দরজায় সাঁটিয়ে দিয়ে এসেছিল পুলিশ। সেই মতো আজ ফের চৈতালি তিওয়ারিকে জেরা করতে তাঁর ফ্ল্যাটে পৌঁছয় পুলিশের তদন্তকারী দল কিন্তু ফ্ল্যাট তালা বন্ধ থাকায় তাঁদের ফিরে যেতে হয়।
প্রসঙ্গত আসানসোলে কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় পুরনিগমের ৩ বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি, গৌরব গুপ্ত এবং অমিত তুলসিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অনুযায়ী গত ১৯ শে ডিসেম্বর চৈতালিদেবীর ফ্ল্যাটে গিয়ে নোটিস দিয়ে আসে পুলিশ। তবে নোটিশ দিতে গিয়ে বাড়িতে কেউ না থাকায় বন্ধ ফ্ল্যাটের দরজায় নোটিশ সাঁটিয়ে দিয়ে এসেছিলেন পুলিশ কর্মীরা। নোটিশে ২০ তারিখ সকাল দশটায় ওই ফ্ল্যাটেই তাঁকে জেরা করার কথা জানানো হয়েছিল। সেই মতো ওই দিন সকাল ১০টা নাগাদ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল ২) শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল চৈতালি ও জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাটে পৌঁছে যান। কিন্তু ফ্ল্যাটে তালাবন্ধ থাকায় প্রায় ঘণ্টা খানেক অপেক্ষা করে ফিরে যায় পুলিশের ওই দলটি। পাশাপাশি, ওই দিনই দ্বিতীয় নোটিসও দিয়ে আসে পুলিশ। যেখানে তাঁকে জেরার জন্য ২২ তারিখ ফ্ল্যাটে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।
আবার ওই দিনই হাইকোর্টের দ্বারস্থ হন চৈতালি তিওয়ারি। বৃহস্পতিবার তার শুনানিতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা বিজেপি কাউন্সলর চৈতালি তিওয়ারিকে অন্তর্বর্তিকালীন রক্ষাকবচ দেয় কলকাতা হাই কোর্ট। রক্ষাকবচের মেয়াদ ৩ সপ্তাহ। ফলে এই মামলায় চৈতালি দেবীকে এখনই গ্রেফতার করতে পারবে না পুলিশ। এই সময়ের মধ্যে চাইলে চৈতালিদেবী আগাম জামিনেরও আবেদন করতে পারবেন। তবে আদালত জানিয়েছে, এই ঘটনার তদন্তে চৈতালিদেবীকে পূর্ণ সহযোগিতা করতে হবে। তাঁকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেই হাজিরাও দিতে হবে, নির্দেশ হাইকোর্টের।