eaibanglai
Homeএই বাংলায়বেসরকারি ব্যাঙ্কে টাকা রেখে মাথায় হাত গ্রাহকদের

বেসরকারি ব্যাঙ্কে টাকা রেখে মাথায় হাত গ্রাহকদের

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলে সামনে এল জাল ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা। এক বেসরকারি ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা হিতেয়ে নিয়েছে বলে অভিযোগ। প্রতিবাদে ওই বেসরকারি ব্যাঙ্কের আপকার গার্ডেন শাখায় গিয়ে এদিন বিক্ষোভ দেখান গ্রাহকরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্তের কথা জানালেও ব্যাঙ্কে জমা রাখা টাকা আদৌ ফিরে পাবেন কিনা তা নিয়ে সন্দিহান গ্রাহকরা।

জানা গেছে ওই ব্যাঙ্কে কর্মরত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেবদাস গোপের মাধ্যমে এলাকার বহু গ্রাহক টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন। মহিশীলা কলোনির বাসিন্দা এক গ্রাহক জানান তাঁর ৮ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট ছিল। টাকার দরকার পড়ায় ব্যাঙ্ক ম্যানেজার দেবদাস গোপকে বিষয়টি জানালে তিনি প্রয়োজনীয় নথি ও চেক জমা দিতে বলেন। সেইমতো তিনি নথি চেক জমা দিলেও চেক বাউন্স হয়। এরপরই ব্যাঙ্কের শাখায় গিয়ে তিনি জানতে পারেন তার ফিক্সড ডিপোজিট সার্টিফিকেটটি আসলে জাল। এরপরই বিষয়টি জানাজানি হতেই অন্যান্য গ্রাহকরাও তাদের ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট ব্যাঙ্কে নিয়ে গেলে জানতে পারেন সেগুলি জাল এবং যে টাকা ফিক্সড ডিপোজিট করার জন্য অ্যাকাউন্টে জমা করেছিলেন সেই টাকাও উধাও হয়ে গেছে। টাকা কাটার বিষয়ে মোবাইলে কোনও ম্যাসেজও আসেনি।

অন্যদিকে ব্যাঙ্কের ম্যানেজার শুভময় চক্রবর্তী জানান বিষয়টি জানতে পেরেই অভিযুক্ত ম্যানেজারের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। যদিও গ্রাহকদের দাবি তাঁরা লক্ষ লক্ষ টাকা ওই ব্যাঙ্কে জমা রাখলেও এখন ব্যাঙ্ক তাদের টাকার কোনও দায় নিতে চাইছে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments