সংবাদদাতা,আসানসোল,বাঁকুড়াঃ- দিল্লিতে ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে তৃণমূল সাংসদ, বিধায়ক, প্রতিনিধি ও কর্মী সমর্থকদের নিয়ে আন্দোলন শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গতকাল কৃষি ভবনে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদ, বিধায়ক, প্রতিনিধিদের। ৩রা অক্টোবর দিল্লির যন্তরমন্তরে অবস্থা ধর্ণায় বসে ২ ঘন্টা পার হয়ে গেলেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাদের সাথে দেখা করেননি। এরপর দিল্লি পুলিশ অভিষেক ব্যানার্জী সহ তৃণমূল কংগ্রেসের নেতাদের আটক করে। এর পরই ওই ঘটনার প্রতিবাদে গতকাল রাত থেকেই কলকাতা সহ রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে প্রতিবাদ।
বুধবার সকালে বাঁকুড়া রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের দুর্লভপুর মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি । যার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। বেশ কিছুক্ষণ চলে বিক্ষোভ কর্মসূচি। অবশেষে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।
অন্যদিকে বুধবার রাতে আসানসোলের কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুলটির নিয়ামতপুর মোড়ে জাতীয় সড়কে টাইয়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কর্মী সমর্থকরা।