সংবাদদাতা,আসানসোলঃ– রানীগঞ্জ থানার ট্রাফিক গার্ডের ওসির তৎপরতায় বাড়ি ফিরল বাঁকুড়ার হারিয়ে যাওয়া কিশোর। বাঁকুড়ার মেজিয়া থানা এলাকার নামো মেজিয়ার, গোপালগঞ্জের বাসিন্দা বছর বারোর ষষ্ঠ শ্রেণীর ছাত্র শুভজিৎ গড়াই। বাবা দেব কুমার গড়াই পেশায় দিনমজুর। শুক্রবার বাবার সাইকেল ফাঁকা পেয়ে হঠাৎ মামাবাড়ির যাওয়ার পরিকল্পনা করে সে। বাড়ির কাউকে না জানিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে ওই পড়ুয়া। দুপুর পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তার হদিশ না পেয়ে অবশেষে মেজিয়া থানার দ্বারস্থ হয় কিশোরের পরিবার। অন্যদিকে কিশোরকে খুঁজে বের করতে তৎপরতা দেখায় পুলিশও। ওই কিশোরের ছবি নিয়ে দ্রুত তা ছড়িয়ে দেওয়া হয় কাছাকাছি সবকটি থানা ও ফাঁড়িতে। অন্যিদিক রানীগঞ্জ থানার ট্রাফিক গার্ডের ওসি চিত্রতোষ মন্ডল বিষয়টি জানতে পেরেই তড়িঘড়ি তার সকল সিভিক ভলেন্টিয়ারদের এই ছবি পাঠিয়ে দেন। এরপরই শুক্রবার সন্ধ্যে নাগাদ রানীগঞ্জের রানীসায়ের লাগোয়া, টিভি হাসপাতালের কাছে ওই কিশোরকে ইতস্ততভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় জানতে পেরে ট্রাফিক ওসিকে খবর দেন ওই এলাকায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার বাবন গোপ ও বিশ্বজিৎ কর্মকার। খবর পেয়ে ট্রাফিক ওসি চিত্রতোষ মন্ডল ওই কিশোরকে সঙ্গে করে নিয়ে যান ও তার বাবাকে খবর দেন। এদিকে দিনভর বিস্তর ঘোরাফেরা করে বাড়ির পথ খুঁজে না পেয়ে ক্লান্ত কিশোরকে পুলিশ কাকুরা রীতিমতো আপ্যায়ন করে। খাবার খাওয়ানোর পাশাপাশি ওই কিশোরের হাতে তুলে দেওয়া উপহারও। পরে ওই কিশোরের বাবা রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ি থেকে ছেলেকে নিয়ে যান।
পুলিশের এই তৎপরতা ও মানবিক ব্যবহারে রীতিমতো আপ্লুত দিনমজুর দেব কুমার গড়াই পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। অন্যদিকে পুলিশ কাকুদের কাছ থেকে উপহার পেয়ে ও তাদের সাহায্যে বাড়ি ফিরতে পেরে বেজায় খুশি কিশোরও।