সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- আসানসোলে এক বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিক যুগল ও তার বন্ধুদের বিরুদ্ধে। ভয়াবহ ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার আড়াডাঙ্গা এলাকায়। মৃত ব্যক্তির নাম অমর সিং, বয়স ৬৫ বছর। তিনি কয়লা মজদুর কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। ঘটনার তদন্তে নেমেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।
জানা গেছে আসানসোল হটন রোড মাস্টার পাড়া এলাকায় অমর সিং-এর একটি বাড়ি থাকলেও সম্প্রতি তিনি আড়াডাঙ্গা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। পরিবার সূত্রে জানা গেছে গতাকল বিকেলে তিনি কিছুক্ষণের জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন এবং আধঘন্টা পর গুরুতর আহত অবস্থায় বাড়ি ফেরেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকার এক বাসিন্দা ইন্দিরা দেবী বলেন, এদিন বিকেলে স্থানীয় হনুমান মন্দির চত্বরে বসেছিলেন অমর সিং। সেই সময় ওইখানে উপস্থিত এক কিশোর কিশোরীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। অমর সিং ওই কিশোরীর ছবি তুলেছে বলে অভিযোগ করতে থাকে ওই কিশোরী। এরপরই কিশোরীর প্রেমিক তার কয়েকজন বন্ধুকে ফোন করে ডেকে পাঠায়। কিছুক্ষণের মধ্যেই দুই কিশোর বাইক নিয়ে সেখানে উপস্থিত হয় এবং সকলে মিলে অমর সিংকে বাঁশ দিয়ে মারধর শুরু করে। ইন্দিরা দেবীর অভিযোগ ওই বৃদ্ধকে দৌড়িয়ে দৌড়িয়ে মারা হয়।
এদিকে অমর সিং-এর মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হন স্থানীয়রা। খবর পেয়ে এলাকায় পৌঁছন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটেরে এসিপি সেন্ট্রাল দেবরাজ দাস, আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কুন্ডু, এস আই তপন দুবে সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। তাঁরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।
মৃতের পরিবারের দাবি কোনো অবাঞ্ছিত ঘটনা দেখে ফেলার জন্যই খুন করা হয় অমর সিংকে। এদিন রাতেই নিহতের স্ত্রীর পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয় বলে পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে। অন্যদিকে অভিযুক্ত কিশোরীর মা তাঁর মেয়ে নির্দোষ বলে দাবি করেছেন। এদিকে দিনে দুপুরে প্রকাশ্যে বৃদ্ধকে পিটিয়ে খুনের ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন শহরবাসী। প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে শহরের নাগরিক সুরক্ষার বিষয়টি নিয়েও।