সংবাদদাতা, আসানসোলঃ– বাইকে করে কাজ থেকে ফেরার পথে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত জুবিলি মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে জানা গেছে ওই তিন যুবক একটি বাইকে করে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। জাতীয় সড়কে রাস্তা মেরামতি কাজের জন্য তাদের বাইকের চাকা স্লিপ করে। এরপরই রাস্তায় উপর ছিটকে পড়েন তিন যুবক। আর সঙ্গে সঙ্গে ওই সময় ওই তিন জনের উপর দিয়ে চলে মালবাহী ভারী যান। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনরে। বিষয়টি নজরে আসে জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি ধাবার লোকজনের। তারা তড়িঘড়ি পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছয় এবং তিনজনকেই উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্য আর একজনের চিকিৎসা শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তারও।
পুলিশ সূত্রে জানা গেছে মৃত তিনজনেরই বাড়ি আসানসোলে। মৃতদের মধ্যে দুজনের বাড়ি ধাদকায় এবং একজনের বাড়ি মহিশীলা কলোনিতে। তিনজনের বয়স আনুমানিক ২৫ বছর।