সংবাদদাতা, আসানসোলঃ- লাগাতার মোটর সাইকেল ছিনতায়ের ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ। তদন্তে নেমে খুনে অভিযুক্ত তিন জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনার করল পুলিশ। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া বাইক।
জানা গেছে চলতি মাসের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ সন্ধ্যার সময় কুলটি বিধানসভার শিমুল গ্রামের বাসিন্দা সঞ্জীব ঠাকুরের মোটর সাইকেল ছিনতাই হয়। এরপর গত ৭.৭.২০২২ তারিখ সন্ধ্যায় পুনুড়ি গ্রামের বাসিন্দা শ্যামল মণ্ডলেরও বাইক ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। ছিনতাইয়ের দুটি ঘটনাই ঘটে পুনুড়ি এবং চলবলপুর রোডের উপর ৷ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ। বাইক ছিনতাইয়ের ঘটনায় যুক্ত থাকা দীনেশ পাশি,মনদিল ভিল্লোর এবং মনোয় বেড নামে তিনজনের খোঁজ পায় পুলিশ। যাদের তিনজনেরই বাড়ি সালানপুর থানার অন্তর্গত জেমারি এলাকায়। কিন্তু পুরুলিয়া জেলার মফস্বল থানা এলাকায় জোড়াখুনের মামলায় যুক্ত থাকার অভিযোগে মফস্বল থানার পুলিশের হাতে গ্রেফতার হয় তিনজন। বাইক ছিনতাইয়ের ঘটনার তদন্তের জন্য চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ সুন এরেস্টের মাধ্যমে ওই তিন অভিযুক্তকে নিয়ে আসে ৷ অভিযুক্তদের জিজ্ঞসাবাদ করে চুরি যাওয়া মোটর বাইক গুলোর খোঁজ পায় পুলিশ। ঝাড়খন্ডের বোকারো জেলার গোমো থানা ও বোকারো জেলার পেঙ্ক নারায়ণ থানা এলাকা থেকে দুটি ছিনতাই হওয়া বাইক উদ্ধার হয় ৷ রবিবার তিন অভিযুক্তকে আসানসোল জেলা আদালতে তোলা হয়।