সংবাদদাতা,আসানসোলঃ– বাইক চুরির ঘটনার দুদিনের মধ্যে কিনারা করল আসানসোলের জামুড়িয়া থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন যুবককে। তাদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয়েছে চুরি যাওয়া বাইকটি।
জানা গেছে,কুলটির আল্লাডির বাসিন্দা সুমিত বাদ্যকর জামুড়িয়ার একটি বেসরকারি কারখানায় কাজ করেন। দিন তিনেক আগে কারখানার পার্কিং থেকে তার বাইকটি চুরি হয়ে যায়। এরপরই তিনি জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখে জামুড়িয়ার নন্ডী গ্রাম এলাকা থেকে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করে। ধৃতরা হল বছর একুশের মৃত্যুঞ্জয় গোপ,বছর উনিশের গোপী ঘোষ ও বছর আঠারোর কিংশুক ভান্ডারী। পুলিশের দাবি জেরায় ধৃতরা বাইক চুরির কথা স্বীকার করে নেয় এবং তাদের কাছ থেকে তথ্য নিয়ে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করা হয়। তদন্তে পুলিশ জানতে পেরেছে বাইকটি চুরি করার পর যন্ত্রাংশের কিছু পরিবর্তন করে সেটি পচার করার ছক কষা হয়েছিল।
ধৃতদের এদিন আসানসোল জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের হেফাজতে নিয়ে এই চুরির সঙ্গে বড় কোনও চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে জামুড়িয়া থানার পুলিশ।