সংবাদদাতা,আসানসোলঃ– কাকার বাইক চুরির ঘটনায় ধরা পড়ল তার ভাইপো সহ সাঙ্গীরা। এই বাইক চুরির ঘটনা প্রসঙ্গে জানা গেছে, গত ১লা জুন রানীগঞ্জের হাটতলা এলাকা থেকে, কসাই মহল্লার বাসিন্দা মহম্মদ ওমর করেসি নামের এক ব্যক্তির বাইকটি চুরি যায়। সকাল প্রায় ছটা নাগাদ বাড়ির সামনে পার্কিংরত অবস্থায় রাখা ছিল তার বাইকটি। সকালে সে স্থানীয় মসজিদে নামাজ পাঠ করে ফিরে দেখে তার বাইকটি চুরি গেছে। এরপরই এই চুরির বিষয়টি নিয়ে ওই ব্যক্তি রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে, রানীগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে রানীগঞ্জ থানা এলাকায়, সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই বাইক চুরির মূল অভিযুক্তদের খোঁজ করতে সক্ষম হয়। আর সেখানেই নজরে আসে, বাইক চুরির সঙ্গে যুক্ত রয়েছে বাইক মালিকের ভাইপো। এরপরই পুলিশ প্রথমেই রানীগঞ্জের বাস স্ট্যান্ড এলাকা থেকে বছর ২৮ এর মহম্মদ বাসারত কুরসি ও তার সহযোগী আতিফ ইকবালকে গ্রেপ্তার করে ও আদালতে পেশ করে তাদের হেফাজতে নেয়। এরপরই পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে কাকে তারা বাইকটি বিক্রি করেছিল এবং আরো বাইক বিক্রির কথা জানিয়ে ফাঁদ পেতে বীরভূম থেকে চুরি যাওয়া বাইক সহ বছর ৩২ এর শেখ রিয়াজকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে শেখ রিয়াজ বীরভূমের যুবরাজপুরে ছেলে হলেও বর্তমানে সে অন্ডাল থানার এলাকার উখরার অস্থায়ী বাসিন্দা। সোমবারই ধৃত এই তিনজনকে পুলিশ আবারও আসানসোল জেলা আদালতে পেশ করে।
সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত ব্যানার্জি ও রানীগঞ্জ থানার ইন্সপেক্টর সুদীপ দাশগুপ্ত এক সাংবাদিক বৈঠক করে সমস্ত বিষয়টি জানান। আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কোনও বাইক চুরির ঘটনার সঙ্গে তারা যুক্ত কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।