সংবাদদাতা,আসানসোলঃ- কলকাতার সল্টলেকের বিশ্ববাংলা গেট ও রেস্টুরেন্টের আদলে এবার আসানসোলেও তৈরি হতে চলেছে একটি ঝুলন্ত রেস্টুরেন্ট সহ গেট। ঝাড়খণ্ড থেকে জেলায় ঢোকার মুখে ২ নম্বর জাতীয় সড়কের জুবিলি মোড়ে তৈরি করা হবে ওই গেট। বুধবার এমনটাই জানালেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। পাশাপাশি শহরের কালীপাহাড়ি মোড়ে যে ওয়েলকাম গেটটি আছে, সেটিকে নতুন করে তৈরি করা হবে বলে জানান তিনি। এছাড়া বার্নপুর শহরের ভগৎ সিং মোড়েও একটি ওয়েলকাম গেট তৈরি করা হবে। মেয়র জানান এই নির্মাণকাজের জন্য ইতিমধ্যেই টেন্ডার করা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এর কাজ শুরু করা হবে। তিনটি গেট গড়ে তুলতে সবমিলিয়ে প্রায় ৪ কোটি টাকা ব্যয় করা হবে। এদিন কালীপাহাড়িতে শহরের ওয়েলকাম গেটটি পরিদর্শন করে একথা জানান মেয়র। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও মেয়র পারিশদ রকেট চ্যাটার্জি সহ পুরসভার আধিকারিকরা।
জেলা ভাগের পর নতুন জেলা তৈরি হওয়া ও পুরসভা নির্বাচনের পর শহর সাজাতে বিশেষ পদক্ষেপ করছে প্রশাসন। এলাকার একাধিক পর্যটনকেন্দ্রকে সাজিয়ে তুলতেও উদ্যোগী হয়েছে পুরসভা। অন্যদিকে এই গেট তৈরি হয়ে গেলে শহরের শ্রীবৃদ্ধির পাশাপাশি তা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে বলেও মনে করছে পুরকর্তৃপক্ষ।