সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলে দুই বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় উত্তেজনা। আমডিহা পেট্রোল পাম্পের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ বিজেপি কর্মীদের। মৃত্যুর ঘটনার সঠিক তদন্তের দাবি ও দোষীদের গ্রেফতারের পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
প্রসঙ্গত রবিবার গভীর রাতে আসানসোলের বারাবনি থানার আমডিহা মোড় এলাকায় এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় স্থানীয় দুই বিজেপি নেতা মন্ডল সভাপতি ও সম্পাদক বাবলু সিংহ ও মহেন্দ্র সিংহ-এর। জানা গেছে দুজনেই দাসকেয়ারীর বাসিন্দা ছিলেন। এদিন রাতে গ্রামের বাড়ি থেকে একটি বাইকে করে আসানসোলে ফিরছিলেন দুজনে। আমডিহা মোড় এলাকায় একটি পেট্রোল পাম্প থেকে তেল ভরে বেরনোর পরই একটি ডাম্পার বাইকটিকে ধাক্কা মেরে চম্পট দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় বাবলু সিংহের। পুলিশ মহেন্দ্র সিংহকে উদ্ধার করে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা চলাকালীন কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।
অন্যদিকে দুই নেতার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিজেপির আসানসোল জেলা সভাপতি দিলীপ দে, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তারা দুই বিজেপির নেতার মৃত্যুর নিয়ে সংশয় প্রকাশ করেন। বিজেপি করার জন্যই ওই দুজনকে খুন করা হয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেন তারা।
এদিকে সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর দুই বিজেপি নেতার দেহ নিয়ে নুনি কার্যালয়ে পৌঁছন বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে তাদের ফুলের মালা পরিয়ে শেষ শ্রদ্ধাঞ্জলি জানান বিজেপির কার্যকর্তারা। এরপর দুজনরে দেহ নিয়ে যাওয়া হয় আমডিহা পেট্রোল পাম্পের সামনে, যেখানে গতকাল রাতে দুর্ঘটনা ঘটে। সেখানে রাস্তায় বসে পড়ে পথ অবরোধ শুরু করেন বিজেপি কর্মী ও মৃতের পরিবারের লোকজন। তারা অভিযোগ করেন চক্রান্ত করে খুন করা হয়েছে ওই দুই নেতাকে। এমনকি পেট্রোল পাম্পের সমস্ত সিসিটিভি চালু থাকলেও দুর্ঘটনা স্থলের সামনে রাস্তার ধারে সিসিটি টিভি ক্যামেরাটি বন্ধ বলে দাবি করেন তারা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিভোভকারীরা।