সংবাদদাতা,আসানসোলঃ– বিজেপির ‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড আসানসোলে। এদিন এই কর্মসূচিতে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল, কুলটির বিধায়ক অজয় পোদ্দার, জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। আসানসোলের আশ্রম মোড় থেকে বিজেপি নেতৃত্ব মিছিল করে তাদের কর্মসূচি শুরু করলে রাহালেন মোড়েই তাদের ব্যারিকেড করে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে বিজেপি নেতৃত্ব জাতীয় সড়কে জিটি রোড) বসে পড়ে অবস্থান বিক্ষোভ শুরু করে দেয়। পুলিশ বিজেপি নেতৃত্বকে রাস্তা অবরোধ ও অবস্থান বিক্ষোভ সরিয়ে নিতে বলে। কিন্তু বিজেপি নেতৃত্ব পুলিশের সেই আবেদনে সাড়া না দিলে অগ্নিমিত্রা পল সহ বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্বকে আইন অমান্যের অভিযোগে আটক করে পুলিশ ।
প্রসঙ্গত প্রধানমন্ত্রীর নির্দেশ মতো সারা দেশের পাশাপাশি এদিন আসানসোলের বিজেপি নেতৃত্বও ‘আমার মাটি আমার দেশ কর্মসূচি’র আয়োজন করেন। যদিও বিজেপি নেতৃত্বের দাবি সপ্তাহ খানেক আগে থেকে প্রশাসনের কাছ থেকে এই কর্মসূচির অনুমতির জন্য আবেদন জানালেও তাতে সাড়া মেলেনি। তাই বাধ্য হয়েই এদিন তারা প্রশাসনিক অনুমতি ছাড়াই এই কর্মসূচির আয়োজন করেছিলেন এবং শনি মহারাজের মন্দিরের মাটি নিয়ে বস্তিন বাজার দুর্গা মন্দির ও যোগীবাবা মন্দিরে মিছিল করে যাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ প্রশাসন অনৈতিকভআবে তাদের বাধা দেয় ও আটক করে। অন্যদিকে পুলিশের তরফে জানানো হয় বিজেপির এদিনের কর্মসূচির কোনো অনুমতি ছিল না।
অন্যদিকে এই বিষয়ে আসানসোলের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, ” পুজোর সময় আসানসোল বাজার অঞ্চলে প্রচুর মানুষের সমাগম ঘটে, ভীড় হয়। সেখানে রাস্তা অবরোধ করলে যানজটে সাধারণ মানুষের হয়রানি বাড়ে। প্রশাসন হয়তো তাই অনুমতি দেয়নি। পুলিশ প্রশাসন তাদের নিজেদের মতো করে কাজ করেছে।” পাশাপাশি বিজেপির এদিনের কর্মসূচি নিয়ে কটাক্ষের সুরে তিনি বলেন, ” দিল্লীতে তারা তৃর্ণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আভিষেক বন্দ্যোপাধায়কে অন্যায় ভাবে গ্রেফতার করেছে। মানুষের ন্যাহ্য দাবিকেও মান্যতা দিচ্ছেনা। আর এখানে প্রশাসনের অনুমতি ছাড়া মিছিল করছে। “