সংবাদদাতা,আসানসোলঃ– পঞ্চায়েত নির্বাচন যতো এগিয়ে আসছে ততোই পশ্চিম বর্ধমানের খনি অঞ্চলে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। একইসঙ্গে বাড়ছে শাসক ও বিরোধী দলের তরজাও।
গত শুক্রবার রাতে আসানসোলের রানিগঞ্জ থানার বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথচক্র এলাকায় বিজেপির প্রায় ১১ টি পোষ্টার ছিড়ে ফেলা হয় ও পানের পিক ফেলে, কালি দিয়ে নষ্ট করা হয়। শনিবার সকালে বিষয়টি নজরে আসতেই ঘটনার প্রতিবাদে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব ও বল্লভপুর ফাঁড়িতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে।
অন্যদিকে বিষয়টি নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, তৃণমূল কংগ্রেসের যেমন কালচার ও সংস্কৃতি, তেমনই কাজ সেই দলের নেতা ও কর্মীরা করছে। তারা মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বঞ্চিত করে, বিরোধীদের পোষ্টার ছিড়ে নির্বাচনে জয় লাভ করতে চাইছে। কারণ তৃণমূল জানে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে মানুষ বিজেপিকে ভোট দিয়ে জয়ী করবে। পাল্টা তৃণমূল কংগ্রেসে আসানসোল দক্ষিণ গ্রামীন ব্লক সহ সভাপতি সঞ্জিৎ মুখোপাধ্যায় বলেন, আমাদের স্লোগান বদলা নয়, বদল চাই। বিরোধীদের সুবিধার জন্যে তৃণমূলের পক্ষ থেকে মনোনয়ন জমা দিতে কোনো প্রকার যাতে অসুবিধা না হয় তার জন্যে ব্লক অফিসগুলির সামনে শিবির খোলা হয়েছিল। যেখান থেকে বিরোধীদের হাতে পানীয় জলের বোতল ও ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছিলো। বিরোধীদের প্রচারে বাধা সৃষ্টি করা তৃণমূলের লক্ষ্য নয়। তৃণমূল কংগ্রেসের কেউ এই কাজে জড়িত নয়।
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা অভিযোগ পেয়েছেন ও বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।