সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোল কম্বলকাণ্ডে ফের জেরার মুখে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা আসানসোল পুরসভার বিরোধী নেত্রী চৈতালি তিওয়ারি। এই নিয়ে দু’বার জিজ্ঞাসাবাদ করা হল চৈতালিদেবীকে। এর আগে গত শনিবারই তাঁকে জেরা করা হয়েছিল। তারপর এদিন বেলা ১১টা নাগাদ তাঁর বাড়িতে যান তদন্তকারীরা এবং কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে তাঁকে প্রায় দু’ঘণ্টা জেরা করা হয়। এদিনের ৭ জনের তদন্তকারী দলের মধ্যে আসানসোল উত্তর থানার পুলিশ ছাড়াও দু’জন এসিপি, কমিশনারেটের গোয়েন্দা দফতরের পুলিশ-সহ আধিকারিকরা ছিলেন।
প্রসঙ্গত গত ১৪ ডিসেম্বর আসানসোলে বিজেপির কম্বল বিতরণি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। ওই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন চৈতালি তিওয়ারি। ওই ঘটনার পরই শুরু রাজনৈতিক চাপান উতোর। অন্যদিকে পুলিশ প্রশাসনের তরফে দাবি করা ওই অনুষ্ঠানের জন্য আগাম কোনও লিখিত অনুমতি নেওয়া হয়নি। পরে দুর্ঘটনায় মৃত এক মহিলার ছেলে আসানসোল উত্তর থানায় অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ করলে মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনায় ৬ জনকে গ্রেফতারও করা হয় এবং চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।