সংবাদদাতা,আসানসোলঃ– শুক্রবারের পর ফের শনিবার আসানসোলের বিজেপি কাউন্সিলর তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারির আবাসন থেকে ফিরে গেল আসানসোল উত্তর থানার পুলিশ। ওই দলটিতে মহিলা পুলিশ ছাড়াও ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। উল্লেখ্য শুক্রবারও পুলিশের এক প্রতিনিধি দল চৈতালি তেওয়ারি ও জিতেন্দ্র তেওয়ারির আবাসনে গিয়েছিলেন। কিন্তু এদিনের মতো গতকালও আবাসন তালা বন্ধ অবস্থায় দেখে নোটিস দিয়ে ফিরে যায় পুলিশ। সেই অনুযায়ী, শনিবার আবারও বিজেপি কাউন্সিলরের বাড়িতে যান পুলিশের প্রতিনিধি দল। প্রসঙ্গত গত বৃহস্পতিবার চৈতালি তিওয়ারির আগাম জামিনের আবেদন নাকচ করে দেয় কলকাতা হাই কোর্ট।
উল্লেখ্য গত ১৪ ডিসেম্বর শিবচর্চা এবং কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল আসানসোলে। যার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন এলাকার কাউন্সিলর চৈতালি তিওয়ারি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানে ঘটে যায় দুর্ঘটনা। কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। আহত হন বেশ কয়েক জন। ওই ঘটনায় আরও কয়েক জনের সঙ্গে মামলা দায়ের করা হয় চৈতালি তিওয়ারির বিরুদ্ধেও।