eaibanglai
Homeএই বাংলায়কম্বকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারিকে ফের এক দিনের পুলিশ হেফাজত

কম্বকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারিকে ফের এক দিনের পুলিশ হেফাজত

সংবাদদাতা,আসানসোলঃ– এবার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে এক দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আসানসোল জেলা আদালত। কম্বকাণ্ডে তাকে দিল্লি থেকে গ্রেফতারের পর আসানসোল আদালতে পেশ করা হলে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। সেই মেয়াদ শেষ হওয়ায় এদিন ফের দ্বিতীয়বার তাকে আদালতে পেশ করা হয়। জানা গেছে এদিনের শুনানিতে নিজেই অংশগ্রহণ করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি এবং পুলিশ আদালতকে অন্ধকারে রেখে তাঁকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত গত বছর ১৪ ডিসেম্বর আসানসোল রামকৃষ্ণডাঙায় একটি কম্বল বিতরণে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিজেপি নেতার স্ত্রী তথা স্থানীয় কাউন্সিলর চৈতালি তিওয়ারি। ওই অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও তিন জন। ওই ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ ১৩ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। এরপর চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকবার তিওয়ারি দম্পতির ফ্ল্যাটে গিয়ে ফিরে আসে পুলিশ। তাদের হাজিরার নোটিশও জারি করে পুলিশ। যদিও তাদের কোনও হদিশ না মেলায় অবশেষে গত ১৫ মার্চ আসানসোলের প্রাক্তন মেয়রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এবং ১৮ মার্চ তাঁকে দিল্লির যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ। তবে গত ২৪ মার্চ চৈতালি তিওয়ারিকে রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments