সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- আসানসোল সংশোধনাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। বুধবার সন্ধ্যায় তড়িঘড়ি তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা নীরিক্ষার পর তাকে সিসিইউতে ভর্তির সিদ্ধান্ত নেন। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বিজেপি নেতা।
জেল সূত্রে জানা গেছে বুধবার সকাল থেকেই অসুস্থতা বোধ করছিলেন বিজেপি নেতা। দুপুরে তিনি সঠিভাবে খাওয়া দাওয়াও করেননি। এরপর বিকেলের দিকে হঠাৎ তার বুকে ব্যাথা শুরু হয়। সঙ্গে শ্বাসকষ্টের সমস্যাও ছিল। সঙ্গে সঙ্গে জেলের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক পরীক্ষা করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেইমতো এদিন সন্ধ্যাতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিজেপি নেতার স্ত্রী তথা কাউন্সিলর চৈতালি তিওয়ারি ও তার একমাত্র কন্যা।
মঙ্গলবারই ৮ দিনের পুলিশ হেফাজতের শেষে তাকে জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। প্রসঙ্গত গত বছর ১৪ ডিসেম্বর আসানসোলের রামকৃষ্ণডাঙায় একটি কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিজেপি নেতা তার স্ত্রী স্থানীয় কাউন্সিলর চৈতালি তিওয়ারি সহ স্থানীয় দলীয় নেতৃত্ব। সেই অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়। জখম হন আরও ৬জন। ওই ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি ও তার স্ত্রী চৈতালি তিওয়ারি সহ ১৩ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। এবং ৮ জনকে প্রাথমিক ভাবে গ্রেফতার করা হয়। পরে অবশ্য তাদের জামিন মেলে। অন্যদিকে এরপর গত ১৫ মার্চ জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আসানসোল উত্তর থানার পুলিশ ও ১৮ তারিখ দিল্লির যমুনা এক্সপ্রেস থেকে তাকে গ্রেফতার করে।