সংবাদদাতা, আসানসোলঃ– রাষ্ট্রীয় সেবা যোজনার উদ্যোগে ছাত্র ছাত্রীদের নিয়ে এই প্রথম রক্তদান কর্মসূচি পালন করল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। এই কর্মসূচি ঘিরে বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর ছিল উৎসাহ ও উদ্দিপনা । ছাত্র ছাত্রীদের মধ্যে রক্তদানের আগ্রহ এতটাই ছিল যে, অন্তত ১০০ জন একবাক্যে এই মহতি উদ্যোগে অংশ নেয় ও রক্তদানে ইচ্ছা প্রকাশ করে। যদিও এদিন ৭০ ইউনিটের বেশি রক্ত সংগ্রহ করা যায়নি বলে জানান, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় সেবা যোজনার প্রোগ্রাম কোঅরডিনেটর ডঃ উজ্জল কান্তি রায়। তিনি বলেন, “ছাত্র ছাত্রীদের উৎসাহী উপস্থিতির কথা মাথায় রেখে আমরা অচিরেই আবার এই শিবিরের আয়োজন করবো।”
বিশ্ববিদ্যালয়ের এদিনের শিবিরটি এইচ ডি এফ সি ব্যাঙ্কের সাথে যৌথভাবে আয়োজন করা হয়েছিল।