সন্তোষ মণ্ডল, আসানসোলঃ- সারা দেশের মধ্যে রেলের চাকা উৎাপাদিত হত একমাত্র আসানসোলের বার্নপুরে অবস্থিত বার্ন স্ট্যান্ডার্ড কারখানায়। ২০১৮ সালে বন্ধ হয়ে যায় কারখানাটি। যখন কারখানার রমরমা তখন ধুমধাম করে পালিত হত বিশ্বকর্মী পুজো। কিন্তু সে সব আজ অতীত। বর্তমানে যেন পোড়ো বাড়ির মতো দাঁড়িয়ে রয়েছে এক সময়ের রাষ্ট্রায়ত্ত কারখানাটি। বিশ্বকর্মা পুজোর দিন সেই সব অতীত দিনের স্মৃতিচারণ করছেন সেই সময় কারখানায় কর্মরত শ্রমিক কর্মচারীরা। আজ সেই সব শ্রমিক কর্মচারীদের চোখে মুখে শুধু একরাশ হতাশা। স্মৃতি চারণ করতে গিয়ে চোখে জল এল অনেকেরই।
অভিযোগ কেন্দ্রের সদিচ্ছার অভাবে বন্ধই হয়ে যায় লাভজনক সংস্থাটি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী থাকাকালীন এই কারখানাকে রেল ও সেইলের সঙ্গে সংযুক্তি করে নব প্রাণ দিয়েছিলেন। কিন্তু তিনি রেলমন্ত্রীত্ব ছেড়ে দেওয়ার পর ধুঁকতে শুরু করে কারখানাটি এবং শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়।
বর্তমানে কারখানা বন্ধ হয়ে গেলেও, কারখানার আবাসনে পরিবার নিয়ে বসবাস করেন কারখানার অনেক কর্মীরাই। তারা জানালেন, ঠিক মতো জলের পরিষেবা নেই, বিদ্যুৎ নেই। তার মধ্যেই পোড়ো ভাঙাচুরা আবাসনগুলিতেই প্রাণ হাতে নিয়ে বাসবাস করতে বাধ্য হচ্ছেন তারা। পাশাপাশি কারখানাটিও এখন সাপখোপের পাশাপাশি দুষ্কৃতীদের ডেড়া হয়ে দাঁড়িয়েছে। তাই এখন বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজো দীপাবলি, সমস্ত উৎসব একের পর এক আসে যায়। কিন্ত উৎসবের সেই আনন্দ ছুঁয়ে যেতে পারেনা বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় প্রাক্তন কর্মী ও তাদের পরিবারগুলিকে। এখন সেখানে শুধুই হতাশা আর নিরাশা।