সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– বুধবার আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির চৌরাঙ্গি ওভার ব্রিজের কাছে জাতীয় সড়কে উল্টে গেল দুর্গাপুর থেকে ঝাড়খণ্ডগামী একটি সুইফট মারুতি গাড়ি। গাড়ির চালক ও আরোহীরা অল্পের জন্য রক্ষা পান। তবে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। অন্যদিকে গাড়িটি দুর্ঘটনার জেরে তুবড়ে যায়।
ঘটনা সূত্রে জানা গেছে দুর্গাপুর থেকে গাড়িটি মাইথন যাচ্ছিল। পথে চৌরাঙ্গি ওভার ব্রিজের উপর ওঠার আগেই নিয়ামতপুর সার্ভিস রোড ক্রসিং রোডের সংলগ্ন জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান হটাৎ একটি ট্রাক পিছন থেকে ওই গাড়িটিকে ধাক্কা মারে। যার জেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ এবং গাড়ির ভেতর থেকে চালক ও আরোহীদের উদ্ধার করে। একজনের আঘাত গুরুতর থাকায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে দুর্ঘটনা ঘটানো ট্রাকটিকে পুলিশ আটক করলেও ট্রাকের চালক ও খালাসি পালিয়ে যায়।










