সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ– সোমবার বিকেলে আসানসোলের বারাবনি থানার দোমহানি – চুরুলিয়া রোডে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক একজনের। আহত হয়েছেন এক মহিলা সহ আরো দুইজন। মৃত ব্যক্তি টোটো চালক। আহত তিনজন টোটোর যাত্রী। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও দুজনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। । মৃত টোটো চালকের নাম কবীর শেখ (৫৫)। তার বাড়ি বারাবনি থানার মদনপুরে। জেলা হাসপাতালে ভর্তি দুই আহত যাত্রী হলেন মহঃ আরিফ (১৯) ও সালাতুন বিবি (৬০)। তাদের বাড়ি বারাবনি থানার খোসনগরে।
ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন বিকেলে একটি টোটো চারজনকে নিয়ে বারাবনি থানার দোমহানি – চুরুলিয়া রোড দিয়ে মদনপুরের দিকে যাচ্ছিলো। অন্যদিকে, মদনপুরের দিক থেকে একটি চারচাকা বোলেরো গাড়ি আসছিলো। সেই সময় দোমহানি নজরুল পল্লীর কাছে রিলায়েন্স মলের সামনে ওই টোটোর সঙ্গে বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় টোটোটি একেবারে দুমড়েমুচড়ে যায়। চালক সহ যাত্রীরা গুরুতর জখম হন। ঘটনার খবর পেয়ে বারাবনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করে কেলেজোড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।পরে সেখান থেকে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা টোটো চালক কবীর শেখকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে ঘাতক বোলেরো গাড়িটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।