সংবাদদাতা,আসানসোলঃ- চিটফাণ্ড দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া হালিশহর পুরসভার তৃণমূল চেয়ারম্যান রাজু সাহানিকে ফের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। প্রসঙ্গত গত ২ সেপ্টেম্বর সন্মার্গ চিটফাণ্ড মামলায় রাজু সাহানিকে গ্রেপ্তার করে সিবিআই। ৩ সেপ্টেম্বর তাকে আসানসোলের জেলা আদালতের পেশ করা হলে ৫ দিনের সিবিআই হেপাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। সেই মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার ফের তাকে আসানসোলের বিশেষ আদালতে তোলা হয়। এদিন রাজু সাহানিকে সিবিআই নিজেদের হেফাজতে রাখার আবেদন জানায়নি তবে জামিনের বিরুদ্ধে সওয়াল করেন সিবিআই-এর আইনজীবী। সিবিআই-এর দাবি এই মুহুর্তে রাজু সাহানিকে জামিন দিলে প্রমাণ লোপাট হয়ে যেতে পারে। পাশাপাশি হংকং, থাইল্যান্ড ও ব্যাঙ্ককে রাজুর তিনটি সংস্থার হদিশ মিলেছে বলেও আদালতে দাবি করেছে সিবিআই। অন্যদিকে রাজু সাহানির আইনজীবীও রাজুর হয়ে যে কোনও শর্তে জামিনের আবেদন জানান। দুপক্ষের সওয়াল শোনার পর রাজু সাহানির জামিন খারিজ করে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
প্রসঙ্গত প্রসঙ্গত, ২ রা সেপ্টেম্বর হালিশহরে গঙ্গার ধারে রাজু সাহানির প্রাসাদপ্রম বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তার বাড়ি থেকে নগদ ৮০ লক্ষ টাকা, আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধারের পর রাজু সাহানিকে গ্রেপ্তার করা হয়। বর্ধমান সন্মার্গ চিটফান্ডের ব্যবসা খুলে বাজার থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন রাজু, এমনই অভিযোগ সিবিআইয়ের। আর্থিক প্রতারণার মামলাতেই রাজুকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতর বিরুদ্ধে সিবিআই ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০ বি, ৪৬৭, ৪০৯ নম্বর ধারায় মামলা করেছে। এই চিটফাণ্ড মামলায় ২০১৪ সালে ৪টি এফআইআর হয় কুলটি থানায়। ২০১৮ সাল থেকে এই মামলার তদন্ত শুরু করে সিবিআই।