সংবাদদাতা,আসানসোলঃ- এবার বেতন বৃদ্ধির দাবিতে পথে নেমে আন্দোলন শুরু করল আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা। শুক্রবার সকাল থেকে তারা পুরনিগমের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। সাফাই কর্মীদের অভিযোগ দীর্ঘ লড়াইয়ের পর তাদের বেতন বৃদ্ধি হয়েছে কেবল মাত্র আট টাকা। বর্তমানে তাদের মাসিক বেতন ৮,২৪২ টাকা। এই দুর্মূল্যের বাজারে এই বেতনে সংসার চালানো সম্ভব হচ্ছে না দাবি করে ১৬,০০০ টাকা মাসিক বেতনের দাবিতে সরব হয়েছেন সাফাই কর্মীরা। দ্রুত দাবি পূরণ না হলে কাজ বন্ধ করে ধর্মঘটের ডাক দেওয়া হবে বলেও এদিন হুঁশিয়ারি দেন বিক্ষোভরত সাফাইকর্মীরা।
এবিষয়ে এদিন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী বলেন, “আমরা ওদের কথা মাথায় রেখে দিনপ্রতি ৮ টাকা করে বেতন বাড়িয়েছিলাম। কিন্তু ওরা দৈনিক ৬৩৪ টাকা করে দাবি করছে। এই মজুরি ভারতবর্ষের কোথায় এখনও নেই। ওরা পথ অবরোধ করে মানুষের সমস্যা সৃষ্টি করছে। আমরা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করবো।”
অন্যদিকে বিষয়টি নিয়ে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমল হক এদিন বলেন, “আগে ওদের মাইনে অনেক কম ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর মাইনে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। ওদের দৈনিক মজুরি ৩১৭ টাকা থেকে বাড়িয়ে ৩২৫ টাকা করা হয়েছে। কিন্তু ওরা আরও বেশি দাবি করছে। যেটা ভারতবর্ষের কোথাও নেই।” অনৈতিকভাবে পথ অবরোধ করে মানুষের সমস্যা সৃষ্টি করা ঠিক হচ্ছে না বলেও এদিন দাবি করেন ডেপুটি মেয়র।